ভবন নির্মাণে সংযোজন করছে গ্রিন বিল্ডিং ও রেইন ওয়াটার হার্ভেস্টিং

24

নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের যাত্রাটা শুরু হয়েছিল ২০ বছর আগে, স্বপ্ন গড়ার লক্ষ্যে ৩ তরুণ প্রকৌশলীর উদ্দ্যোগে। মূলত, যাত্রাটা তারও বছরখানেক আগে। স্বাধীনতার কয়েক দশকের ব্যবধানে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হয়ে যাত্রা শুরু করে এপিক ইঞ্জিনিয়ার্স এন আর্কিটেক্টস।
২০০৩ সালে আবাসন খাতে উদ্যোক্তা হিসাবে পথচলা শুরু হয় এপিক প্রপার্টিজ লিমিটেডের। প্রতিষ্ঠার পর থেকেই এপিক প্রপার্টিজ লিমিটেড তার গ্রাহকদের চাহিদা আর সন্তুষ্টির কথা মাথায় রেখে স্বপ্নের আবাসন নির্মাণে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে এক এক করে ৬০ এর অধিক আবাসিক ফ্ল্যাট এবং বাণিজ্যিক স্পেসের প্রকল্প নির্মাণ করেছে। এই ২০ বছরের পথচলায় গ্রাহকের আস্থা আর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে এপিক প্রপার্টিজ লিমিটেড। অর্জন করেছে দেশ সেরা আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সুখ্যাতি। বিল্ডিং নির্মাণে সংযোজন করেছে গ্রিন বিল্ডিং এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং এর মতো প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নিরাপদ সব পদ্ধতি।
এপিক প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএস আবু সুফিয়ান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, এই সুদীর্ঘ পথচলার ম‚ল নেপথ্যে ছিল স্বপ্ন বাস্তবায়নের সঠিক পরিকল্পনা, সময়োপযোগী নির্মাণ শৈলী এবং উন্নত, সঠিক ও সেরা মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার। গ্রাহকের চাহিদাকে প্রাধান্যে রেখে সর্বোচ্চ সেবা প্রদান করাই ছিলো আমাদের ম‚ল লক্ষ্য। অনেক প্রতিক‚লতা, বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে সাহস এবং দুঃসাহসে অটল থেকে স্বপ্ন বিনির্মাণে ছিলাম অবিচল। হয়ত প্রাপ্তি আর আশার জায়গায় টায় মাঝে মধ্যে সামান্য তারতম্য ঘটেছে। তবে সব পরিস্থিতিতেই আমরা আমাদের প্রতিশ্রæতির জায়গায় অটল। তারই উদাহরণ ছিলো, ২০২০ সালে বিশ্ব মহামারীর মত প্রতিকূল সময়েও আমরা আমাদের প্রতিশ্রæতি অনুযায়ী গ্রাহকদের অ্যাপার্টম্যান্ট হস্তান্তর করেছি। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মান আর বিশ্বাসের সর্বোচ্চ গুরুত্বে আমরা ছিলাম অবিচল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এপিকের প্রধান স্থপতি সাইফুর রশিদ, হেড অব সেলস কাজি আবদুল হামিদ, হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দীন, র্বোড অব ডাইরেক্টরস কো-অডিনেটর মুনতাহা কবির, ডেপুটি ম্যানেজার সেলস আরিফুল হাসান মজুমদার ।