বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ আন্তঃজেলা পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত ১ম দিনের খেলায় চট্টগ্রাম জেলা দলের আইনান তাজরিয়ান ও কাজী ফারিহা জামান প্রতিভা জুটি কুমিলা জেলা দলের রিমা ও রিতাজ জুটিকে ২-০ সেটে এবং মিশ্র দ্বৈতে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব ও আইনান তাজরিয়ান জুটি ফেনী জেলা দলের রকি ও সুবানা জুটিকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ (২২/০১/২০২৩) বিকাল ৩.০০ টায় তরুণ একক, তরুণী একক ও তরুণ দ্বৈতের ফাইনাল খেলা চট্টগ্রাম ও ফেনী জেলার মধ্যে অনুষ্ঠিত হবে।