নিজস্ব প্রতিবেদক
নগরে বজ্রপাতে জাওয়াদ মোনেম তায়েফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানার বোট ক্লাবে এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার তাজুল ইসলামের ছেলে। তিনি চাকরির ইন্টারভিউ দিতে রংপুরে থেকে চট্টগ্রামে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া সাংবাদিকদের বলেন, নিহত যুবক চাকরির ইন্টারভিউ দিতে দেশের বাড়ি রংপুর থেকে চট্টগ্রাম এসেছিলেন। তার এক বন্ধু পতেঙ্গা বোট ক্লাবে চাকরি করেন। পরীক্ষা দিয়ে তিনি সেখানে বন্ধুর কাছে আসেন। বেলা দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে দুপুর ৩ টার দিকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।