বেটার খেলেও কোয়ালিটির হার কিষোয়ানের টানা চতুর্থ জয়

9

ক্রীড়া প্রতিবেদক

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে টানা ৩ ম্যাচ জিতে ৪র্থ ম্যাচে ধরা খেতে বসেছিল নবাগত কিষোয়ান স্পোর্টিং ক্লাব। তবে সৌভাগ্য তাদের। সারা ম্যাচে দাপট অব্যাহত রেখে ৪টি সহজ গোলের সুযোগ অবলীলায় নষ্ট করে কোয়ালিটি স্পোর্টস ক্লাব যার পরিণতি হয় ভয়ানক।
কোয়ালিটির গোল মিসের খেসারত এবং কিষোয়ানের গোলরক্ষক শামীমের দৃঢ়তা ও সুযোগের সদ্ব্যবহার ওয়াহিদের দলকে শুধু জয়ই উপহার দেয়নি, লিগ শিরোপা জয়ের টপ ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গতকালের এ ম্যাচকে সংক্ষেপে বলা যায়, ‘খেলেছে কোয়ালিটি, জিতেছে কিষোয়ান’। আবারও প্রমাণ হল- ফুটবল গোলের খেলা। গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে প্রায় ৪/৫টি নিশ্চিত গোল মিস করে কোয়ালিটি। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধে মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ব্যর্থতার ষোলকণা পূর্ণ করে। কিষোয়ান ২-০ গোলে পরাজিত করে শক্তিশালী কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৩১ ও ৩৩ মিনিটে দলের হয়ে আবির ও সিরাজুল মোস্তফা গোল করেন। ম্যাচ সেরা কিষোয়ান স্পোর্টিং ক্লাব এর আবিদ হাসান আবির এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ।
এ নিয়ে ৪ খেলা শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে। আর প্রথম পরাজয়ের পর ৪ খেলা থেকে কোয়ালিটির পয়েন্ট ৭। আজকের খেলা: কাস্টসম স্পোর্টস ক্লাব বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।