সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় এখন শ্রীলঙ্কা ফিরে যাওয়ার জন্যও প্রস্তুত হচ্ছেন তিনি।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার কলম্বোর উদ্দেশে উড়াল দেবেন। আগামী ১৪ সেপ্টেম্বর সকালে ঢাকায় অনুশীলন করে অভিজ্ঞ ক্রিকেটার বিকালে কলম্বোর ফ্লাইট ধরবেন। পরদিন অংশ নেবেন ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে।