বীর মুক্তিযোদ্ধা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করা ও মূলনীতি ভিত্তিক রাষ্ট্র ও পরিচালনা। সারাদেশে লাখো লাখো শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা। রাজাকারদের তালিকা প্রকাশ করা।
সা¤প্রদায়িক জঙ্গি সংগঠন নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন চট্টগ্রাম প্রাতিষ্ঠানিক বীর মুক্তিযোদ্ধাদের সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সম্মেলনে সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ ফজল আহমদ।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা এনামুর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ এখন লুটপাটের রাজনীতি। মুক্তিযোদ্ধের কোন সম্মান দেয়া হচ্ছেনা। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত কেউ খবর রাখে না।