গত জুনে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজেই নেতৃত্বের ভার উঠেছিল সাকিব আল হাসানের কাঁধে। প্রায় ছয় মাস পর সাদা পোশাকে এবার ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকরা হেরেছে ১৮৮ রানে। এই ম্যাচে কখনোই সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫১৩ রানের বিশাল লক্ষ্য ছিল সামনে। বাংলাদেশের ৩২৪ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে সাকিব আল হাসান করেন ৮৪ রান। ম্যাচের পর স্বাগতিক অধিনায়ক বলছেন, বিরতি দিয়ে টেস্ট খেলা আদর্শ না তাদের জন্য। পুরস্কার বিতরণীতে সাকিব বলেছেন, ৫-৬ মাস পর টেস্ট খেলা আদর্শ না আমাদের জন্য। কিন্তু প্রথম ইনিংসের ব্যাটিংয়ের জন্য এটা কোনো অযুহাত হতে পারে না। আমার মনে হয় ভুলগুলো বের করে দ্বিতীয় ইনিংসে সেরা চেষ্টা করেছি।