পূর্বদেশ ডেস্ক
জাতীয় পাঠ্য পুস্তক উৎসবে গত ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। তারই অংশ হিসাবে চন্দনাইশ, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো ছাত্রচাত্রীদের বই বিতরণের খবর।
রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয় : উরকিরচর উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক বিলাস কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি নুরুল আমিন, সাবেক সদস্য আবু তাহের সওদাগর, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের মেম্বার মোহাম্মদ আনোয়ার আজম, স্থায়ী দাতা ইকবাল হোসেন, ইউপি মেম্বার নুরুল আজিম জুয়েল, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া। শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আজম, মেরী বিশ্বাস, পরেশ চন্দ্র সাহা প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন।
চন্দনাইশ কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় : উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়ার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক অমল কান্তি নাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক রফিক আহম্মদ, তৌহিদুল আলম, আবুল ছালেহ, মোহাম্মদ আলী, শর্মিলা দেবী, শামীমা আকতার প্রমুখ।
চন্দনাইশ পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় : উপজেলার পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি আতাউর রহমান টিপু, শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অভিভাবক সদস্য জহির উদ্দিন হিরু, সেলিম উদ্দিন, সাংবাদিক যথাক্রমে আজিমুশ-শানুল হক দস্তগীর, মাঈন উদ্দিন প্রমুখ।
চন্দনাইশ সাতবাড়িয়া হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : উপজেলার সাতবাড়িয়া হাজিরপাড়া সরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন মো. তৌহিদুল ইসলাম, বাবলা কুমার শীল, জহির উদ্দিন হিরু, মো. লোকমান, সাংবাদিক যথাক্রমে আজিমুশ-শানুল হক দস্তগীর, মাঈন উদ্দিন প্রমুখ।
হাটহাজারী জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ : হাটহাজারীর জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা এ.কে.এম ফজলুল হক চৌধুরীর সুযোগ্য পুত্র ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। উক্ত দিবসের সভাপতিত্ব করেন জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাসান। এতে উদ্বোধক ছিলেন স্কুলের অধ্যক্ষ শফিউল আলম।
স্কুলের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বশর বাবুল, স্কুলের প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা সদস্য আলী হোসেনের পুত্র মোহাম্মদ সিরাজ, স্কুলের সাবেক শিক্ষানুরাগী সদস্য আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ফতেপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইফতিয়াজুল আলম কাজল ও আলতাফ হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাচ্ছে। বর্তমান সরকারের শিক্ষাবান্ধব নীতির কারণে দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদেরই মূল ভূমিকা রাখতে হবে।
রাউজান বড়ঠাকুর পাড়া প্রাথমিক বিদ্যালয় : রাউজানের বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১ জানুয়ারি সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল শাহ। বিশেষ অতিথি ছিলেন বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা তাজুল ইসলাম, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগি রমজান আলী, সদস্য এয়ার খান, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যন মোহাম্মদ ইলিয়াছ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক বড়ুয়া, সমাজ সেবক আবু তাহের, সাংবাদিক আনিসুর রহমান, সমাজ সেবক মোহাম্মদ সানাউল্লাহ টিপু, শাহাদাত হোসেন, শিক্ষক একেএম শাহাজান ইসলাম, রাজীব মুৎসুদ্দী, মোরশেদুল আলম, প্রনব বৈদ্য, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম, জামাল উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বিগত বছরের ন্যায় পয়েলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন।