বিবিসিসি’র শুভেচ্ছা ক্রেস্ট নাজিমউদ্দিনকে

2

সদ্য সমাপ্ত ইবসা ওয়ার্ল্ড গেমসের ক্রিকেট ইভেন্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাতে পারলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে ৩য় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ বøাইন্ড ক্রিকেট দলকে। বাংলাদেশে বøাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) সিনিয়র সহ-সভাপতি ও সিইও লায়ন দিদারুল আলম চৌধুরী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন চট্টগ্রাম সমিতি ইউকে’র ভুমিকা।
সমিতির সভাপতি নাজিমউদ্দিন সংবর্ধনা প্রদানসহ বিভিন্নভাবে ব্লাইন্ড ক্রিকেটারদের সহযোগিতা করেন। তার কৃতজ্ঞতা প্রকাশ স্বরুপ গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে লন্ডনে অবস্থানরত নাজিমদ্দিনের জন্য শুভে”ছা ক্রেস্ট হস্তান্তর করেন। ক্রেস্টটি তার নিকটাত্বীয় লন্ডনগামী গোলাম সরওয়ারের হাতে তুলে দেন ব্লাইন্ড ক্রিকেট দলের পেট্রন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রসঙ্গত. ব্লাইন্ড ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন আ জ ম নাছির উদ্দীন। বিজ্ঞপ্তি