সামাজিক উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্ব বাহকদের সাথে যুবদের সমন্বয়ে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ২০ মে নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত উক্ত অধিপরামর্শ সভায় ১৯ ও ৩৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজার,নারী সার্কেল দলের সদস্যবৃন্দ,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯নং ও ৩৫নং ওয়ার্ডের ১০টি যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলীর সঞ্চালনায় আয়োজিত উক্ত অধিপরামর্শে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩৫নং ওয়ার্ড নারীর প্রতি সহিংসতা কমিটির সাধারন সম্পাদক রেশমা আকতার,পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল,১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নূরুল আলম মিয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মোবারক আলী। উক্ত কার্যক্রম সমন্বয় করেন বিবিএফ এপিলাপ প্রকল্পের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী এবং প্রজেক্ট অফিসার সরস্বতী সরকার।উক্ত সভায় অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার উপর এলাকাভিত্তিক ক্যাম্পেইন হতে প্রাপ্ত সমস্যাগুলোর আলোকে যুবরা সংশ্লিষ্ট দায়িত্ব বাহকদের সামনে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় যুবদের মধ্য হতে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সাধারন সম্পাদক শোয়েব চৌধুরী বাচ্চু,যুব সদস্য আয়াজ পাশা,জাবির বিন সোলাইমান, সাকিবুল হাসান, কর্ণফুলী সার্কেল দল সভাপতি ফাহিমা বেগম এবং ১৯ ও ৩৫নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজারবৃন্দ।