বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

14

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ২ ডিসেম্বর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আবছার, নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন ধ্রুব ভট্টাচার্য্য, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন রেহনুমা হাসান কনিকা, আনন্দ পাল, প্রজ্ঞা দত্ত ও তৈয়বা সাদিকা।
প্রধান অতিথি প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, বর্তমান আধুনিক প্রযুক্তি মানুষের অনেক কঠিন কাজকে সহজ করেছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে। আর এই প্রযুক্তিগত উৎকর্ষতা সবচেয়ে যে বিষয়টি বেশি অবদান রাখছে তা হলো কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা। ৪র্থ শিল্প বিপ্লবের জন্য প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। যে দেশ যত বেশি প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নে এগিয়ে সে দেশই সবচেয়ে অর্থনৈতিকভাবে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন বলেন, বাংলাদেশ এখন একটি উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আর সেই উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে অর্থনৈতিক জোন স্থাপন করা হয়েছে। সেখানে শিল্পকারখানা গড়ে উঠছে। যার ফলে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এজন্য আপনাদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশা ও ছাত্রী শ্রাবন্তী মিত্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি