বিআইএম এলামনাই সোসাইটি ও ইবনে সিনা ল্যাবের চুক্তি

0

চট্টগ্রামে অবস্থিত আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার চট্টগ্রাম এর সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এলামনাই সোসাইটি চট্টগ্রাম স্বাস্থ্যসেবার কর্পোরেট সুবিধা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাব এর সাথে চট্টগ্রাম বিআইএম এলুমনি সদস্য এবং পরিবারবর্গের যাবতীয় চিকিৎসা কার্যক্রম যথাক্রমে সব প্যাথলজিক্যাল, বায়োকেমিস্ট্র, এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান ও ইসিজি সার্ভিস প্রদানের লক্ষ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
কর্পোরেট চুক্তিতে ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাব এর পক্ষে স্বাক্ষর করেন সহকারী মহা-ব্যবস্থাপক নিয়াজ মখদুম শিবলী এবং বিআইএম এলামনাই সোসাইটি চট্টগ্রাম এর পক্ষে সভাপতি আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিআইএম এলামনাই সোসাইটি চট্টগ্রাম এর পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি আরিফ আহমেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়েজ, নির্বাহী কমিটির সদস্য বাসু দেব রুদ্র এবং ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাব এর পক্ষে সিনিয়র সহকারী ম্যানেজার মো. মুহিব্বুল্লাহ, সিনিয়র সহকারী ম্যানেজার মো. তায়েবুর রহমান, মো. রেজাউল করিম (সহকারী ব্যবস্থাপক), মো. রবিউল হাসান (সিনিয়র অফিসার), নুরুল আমিন (অফিসার কর্পোরেট) প্রমুখ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ইবনে সিনার মহা-ব্যবস্থাপক বলেন, ইবনে সিনা ট্রাস্ট ১৯৮০ সালে ‘মানবতার সেবা’ ব্রত নিয়ে প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে শাখা প্রায় ২৫টি। ভবিষ্যতে আমরা চট্টগ্রামে আরো বিশাল পরিসরে সেবার উদ্দেশ্যে নিজস্ব জায়গায় একটি আধুনিক হাসপাতাল করার উদ্যোগ নিয়েছি। যা চিকিৎসা সেবায় অন্যতম ইতিহাস হবে।
সোসাইটির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ইবনে সিনা একটি ট্রাস্ট এবং তাদের উদ্দেশ্য যেহেতু মুনাফা করা নয় তাই তারা আরো কম খরচে চিকিৎসা সেবা দিতে পারবে বলে আমার সোসাইটি বিশ্বাস করে। প্রতিনিধিবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ বিশেষ করে কর্পোরেট রোগীদের জন্য বিদ্যমান ব্যবস্থাপনাসমূহ, সুযোগ সুবিধা অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি