লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমিরাবাদের গোলাম নবী হাজীর ঘাটাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে চট্টগ্রাম অভিমুখী ইয়ামি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
দুর্ঘটনায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসসড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ প্রসঙ্গে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।