বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে থানচিতে তিন গরু পেপারিকে হত্যার দায়ে অভিযুক্ত ১০ জন আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে সব আসামি পলাতক রয়েছে। গতকাল সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা ও শিগরাম ত্রিপুরা। একই সাথে অপহরণসহ বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ডের আদেশ দেয়া হয়।
আদালতের পিপি আইনজীবী ইকবাল করীম বলেন, ২০১৬ সালে থানচি-আলীকদম সড়কে তিন গরু বেপারিকে হত্যা করা হয়। অপহরণের পর বান্দরবানে থানচিতে তাদের হত্যার দায়ে অভিযুক্ত ১০ আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ এপ্রিল থানচি এবং আলীকদম উপজেলা সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে ৩ গরু বেপারির লাশ উদ্ধার করা হয়েছিল। তারা হলেন আবু বক্কর, নূরুল আবছার ও সাহাব উদ্দিন। এ ঘটনায় আবু বক্করের বড়ভাই আবুল হাশেম বাদী হয়ে ২০১৬ সালের ১৭ এপ্রিল থানচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।