বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অপহরণ

10

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ২ নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গত বৃহষ্পতিবার বিকালে রুমার কেওক্রাডং সড়কে কাজ করার সময় তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন (৫৪), ট্রাকচালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমান (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর নির্মাণাধীন রুমার বগালেক-কেওক্রাডং সড়ক নির্মাণে কাজ করছিল সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ ২ শ্রমিক। কাজ চলাকালীন বৃহষ্পতিবার বিকালে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এসে তাদের অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘অপহরণ হওয়ার খবর শুনেছি। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি।’