বান্দরবানে শ্র্রী অনুকূল চন্দ ঠাকুরের ১৩২ তম জন্ম উৎসব উদযাপন করা হয়েছে। গত শুক্রবার পর্যটন মোটেল সংলগ্ন বান্দরবান সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালন করা হয়।
বাংলাদেশ সৎসঙ্গ বিহারের সম্পাদক ও সহ প্রতি ঋত্বিক ধৃতব্রত আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহিদুল এমরান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাইতো আমাদের সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ। আমাদের এ বান্দরবানের নেই কোন হানাহানি নেই কোন মারামারি সবাই মিলেমিশে ভাই বন্ধুর মতো সকল অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পরিচালনা করছি, তাইতো আমাদের এ বান্দরবানের নামকরা হয়েছে সম্প্রীতির বান্দরবান।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ভক্তবৃন্দ সকলে ভজন কীর্তন এ অংশগ্রহণ করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বন্ধনা করেন যাতে করে পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং সবার যাতে মঙ্গল হয়।