বাদুরতলা ‘সূর্য সাথী’র সভা ও পুরস্কার বিতরণ

13

নগরীর বাদুরতলা হারেছ শাহ লেইনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সূর্য সাথী’র আয়োজনে ১৬ ডিসেম্বর দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনসহ শিশু-কিশোরদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। হারুনুর রশিদ জাসেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান, চকবাজার থানার সাব-ইন্সপেক্টর মো. আসাদুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ রউফ, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল পাশা, অধ্যাপক সামশাদ সাত্তার, মশিউর রহমান কাঞ্চু, আমির হোসেন রতন, ফরিদাতুন্নেছা তাহমিনা, আজহারুল ইসলাম রুবেল, আফরোজা ছিদ্দিকা এ্যানি, মোহাম্মদ বিন আনোয়ার শাহ বাচ্ছু, ইদ্রিস কোম্পানি, হাফেজ আমিনুর রহমান, আসাদ হাকিম মানসিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষ পর্বে গান পরিবেশন করেন শংকর পাল দে। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা প্রয়াত ছিদ্দিকুল ইসলামের পরিবারকে মরণোত্তর সন্মাননা স্মারক প্রদান করে ‘সূর্য সাথী’ পরিবার। উপস্থিত ছিলেন কামরুল, রবিউল, জাহেদ, নুরু (বড়), নুরু (ছোট), আনিছ, আসিফ, ইশমাম, সান, আশিক, মুন্না, আরিফ, বেলাল, আমির, সানি, রাহাত, রিফাত, জয় দে প্রমুখ। বিজ্ঞপ্তি