রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমে পরিচালক শ্রীমৎ খেমাচারা মহাথের, অভিভাবক সদস্য নির্বাচিত হন বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, মংউচিং মারমা, কোয়াইথুই মারমা, অজিত কর, মেমাচিং মারমা, রফিক উদ্দিন, অংথুই চৌধুরী, সুইচিংমা মারমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব আখ্যাইমং মারমা বলেন, প্রতিবারের ন্যায় এবারও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। গত ৩০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ২৩ (১) ধারার বিধান অনুযায়ী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।