বাগীশিক ফেনী জেলা সংসদ আয়োজিত ‘গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ ২০ ডিসেম্বর (শুক্রবার) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ফেনী জেলা সংসদ সভাপতি প্রকৌশলী নির্মল কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক অরুণ কান্তি মজুমদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক পলাশ কান্তি রণী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সুমন সেন, যীশু সেন, সমর দাশ, তপন ধর। বিজ্ঞপ্তি