বাকলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার

21

নিজস্ব প্রতিবেদক:
নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করেছে সিএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যাক্তির নাম- মো. জানে আলম (৪১)।তিনি চন্দনাইশ উপজেলার কেশুয়া সুরুজ আলীর বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি পূর্বদেশকে নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) নাহিদ আদনান তাইয়ান। তিনি জানান, ‘জানে আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আজকেও সে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আমাদের টিম হাতেনাতে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চন্দনাইশ ও বাকলিয়া থানায় চাঁদাবাজি, ধর্ষণ, মারামারি, বিএনপি-জামায়াতের ইন্দন দেয়ায় জ্বালাও পোড়াওসহ একাধিক মামলা রয়েছে।’ প্রসঙ্গত, সম্প্রতি তার বিরুদ্ধে সড়কে চাঁদাবাজির অভিযোগ এনে মো. আলী ইমাম নামে এক পরিবহন শ্রমিক সিএমপি কমিশনার বরাবর অভিযোগ প্রদান করেন।