বাঁশখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকল শিক্ষক সংগঠনের সমন্বয়ে একই প্লাটফর্মে অভিন্ন সংগঠন করার ঘোষণা দিয়ে গত ২২ মে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পূর্ব কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দাশের সঞ্চালনায় সভায় আলোচনা করেন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রধান শিক্ষক সমিতি বাঁশখালীর সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি তার বক্তব্যে দলমত বাদ দিয়ে শিক্ষকদের কল্যাণে ১৬০টি বিদ্যালয়ের সকল শিক্ষকের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে অভিন্ন সংগঠন করার ঘোষণা দেন। সভায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন পশ্চিম গÐামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম, মধ্য কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপতি সিকদার, পূর্ব পুইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ কবির, সহকারী শিক্ষক আবদুর রউফ. সহকারি শিক্ষক সেলিম নেওয়াজ, সহরারি শিক্ষক রিত্বিক দাশ, সহকারী শিক্ষক দোলন দাশ, সহকারী শিক্ষক সুজন দেব, সহকারী শিক্ষক মো. মারুফ, সহকারী শিক্ষক জুলকারনাইন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক সেলিম নেওয়াজ, গীতাপাঠ করেন সহকারী শিক্ষক হারাধন কান্তি দাশ, ত্রিপিটক পাঠ করেন প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া। বিজ্ঞপ্তি