সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় লাখো পরিবার। বন্যার শুরু থেকেই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য বিভিন্ন সহযোগিতা করে আসছে। শত শত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ সাতকানিয়া পরিদর্শন করে ভিডিও বার্তায় ঘর-বাড়ি মেরামতে সহযোগিতার কথা জানান।
১৪ সেপ্টেম্বর সাতকানিয়ায় ২৭টি পরিবারের হাতে ঘর-বাড়ি মেরামতের জন্য নগদ অর্থ তুলে দেয় তারুণ্য। আবু আবিদ বলেন, মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নির্দেশনায় সাতকানিয়ায় তার সহযোগিতা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।
ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় তা খুবই নগন্য। যদি সবাই আমরা এগিয়ে আসে, তাহলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিজ্ঞপ্তি