বঙ্গবন্ধু ক্রীড়াশিক্ষা বৃত্তির চেক বিতরণ

3

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে চট্টগ্রাম জেলায় সর্বমোট ১৪ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি ২০২৩ এর চেক হস্তান্তর কার্যক্রম গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে সম্পন্ন করা হয়। কারাতে ইভেন্টে বিবি আসলিহা আরুফা, বিশারত উল্লাহ, কাজী শিহাব উদ্দিন, আবু আরাবি মো: রাফি ও উমা চৌধুরীকে, উশু ইভেন্টে ইতু দে ও জয়া দত্তকে, এ্যাথলেটিকস ইভেন্টে মো: আবু নসর ও হুমায়রা রশিদ রিমিকে, সাঁতার ইভেন্টে নুজহাত জাহানকে, হকি ইভেন্টে হিমাদ্রী বড়ুয়া সুখকে, ব্যাডমিন্টন ইভেন্টে সাদিয়া তাহসিন ও তিশি চৌধুরীকে, দাবা ইভেন্টে উম্মিয়া বিনতে ইউসুফ লুবাবাকে ক্রীড়া শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়। ৫ম শ্রেণী হতে ¯œাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ১ম বারের মতো এইক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে চেক হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সিভিল সার্জন মো: ইলিয়াস হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: আবদুল জব্বার চৌধুরী প্রমুখ।