ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ গতকাল সকালে এম.এ.আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট, পিটিআই, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত প্রাথমিক শিক্ষার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পটিয়া ও চট্টগ্রাম পিটিআইয়ের ডিপিএড প্রশিক্ষণার্থী, শিক্ষার্থীবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক ক্ষুদে খেলোয়াড়দের খেলা উপভোগ করেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার চ্যাম্পিয়ন ২২টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করছে। উদ্বোধনী দিনে ৬ টি খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনার তত্ত¡াবধানে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রতিনিধিবৃন্দ এবং খেলা পরিচালনা করেন চট্টগ্রাম রেফারী সমিতির সদস্যবৃন্দ।
উদ্বোধনী দিনে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে বান্দরবান জেলার পাগলাছড়া সপ্রাবি টাইব্রেকারে ৩-১ গোলে চাঁদপুরের শাহরাস্তি শোরসাক যুক্ত সপ্রাবিকে, চট্টগ্রাম জেলার খুদুকখালী সপ্রাবি ৩-০ গোলে ল²ীপুর আবদুল গোফরান সপ্রাবিকে, রাঙ্গামাটি হাজাছড়ি মার্মাপাড়া সপ্রাবি নোয়াখালীর সুবর্ণচর চরবাটা হাজীবাড়ী সপ্রাবিকে, বান্দরবান জেলার বাইশারী সপ্রাবি ৫-২ গোলে চাঁদপুরের ফরিদগঞ্জ উত্তর কৃষ্ণপুর সপ্রাবিকে, চট্টগ্রাম জেলার রাঙ্গাপানি চা বাগান সপ্রাবি ৫-১ গোলে ল²ীপুর ভবানীগঞ্জ সপ্রাবিকে এবং রাঙ্গামাটি জেলার লংগদু মোহাম্মদপুর সপ্রাবি ৪-০ গোলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ কদমতলা সপ্রাবিকে পরাজিত করে।