বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

7

চট্টগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের উদ্যোগে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচতলায় গতকাল শুক্রবার বেলা ১১ টায় এমএ লতিফ এমপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা নারী শক্তি নেত্রীবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমএ লতিফ এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ’র বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি চলছে বর্তমান সরকারের আমলে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র শেখ হাসিনা তথা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, দলীয় পদ-পদবীর জন্য রাজনীতি না করে জাতির পিতা ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার মত দেশ ও দেশের মানুষের সেবার রাজনীতি করা করতে হবে। মাদারবাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর দোয়া মাহ্ফিল ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহ্ফিলে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারবর্গের আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. আসলাম ও এমপির ছোট ছেলে ওমর মোক্তাদির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. ওমর ফারুক, সৈয়দ মো. হোসেন, এসএম নাছির উদ্দিন, মো. ইকবাল, মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. মোক্তার আহমেদ, মো. নেছার মিয়া আজিজ, মো. আক্তার হোসেন, মো. ইমরান, মো. জাহেদ আলী, মো. শাকির, সিরাজুল ইসলাম (শাকিল), সালাউদ্দিন রনি, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ বাদল, গোসাইলডাঙ্গা পুজা কমিটির মিহির কান্তি দাশ, অরুন রায়, অসিত বরুন দে, মৃনাল কান্তি চৌধুরী, শ্রমিক লীগ নেতা মো. ইমাম হোসেন, আব্দুল মতিন মাস্টার, আলী মোল্লা, ফারুক মোল্লা, মো. নুরু ফকির, যুবলীগ নেতা মো. মঈনুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সালাউদ্দিন বাবর, সুফিউর রহমান টিপু, মো. ইমতিয়াজ বাবলা, মো. আরিফ, মো. শহীদ শেঠ, মো. জুয়েল, সাইরাত উদ্দিন রাজু, কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আলভীসহ স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক বিবি মরিয়ম, শাহিনুর বেগম, গোলতাজ বেগম শান্তা, মোহছেনা আক্তার, সহকারী পরিচালক নারগিস হোসেন, চম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, উম্মে কুলসুম এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তি