স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো) টি-শার্ট গায়ে এক দর্শক ঢুকে পরার কারণে কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তায় বিঘœ ঘটানোর কারণে সেই দর্শককে জেলে পাঠানো হয়েছে। মাঠে ঢোকা সেই দর্শকের পরিচয়ও মিলেছে। তার নাম ওয়েন জনসন। জাতিতে অস্ট্রেলিয়ান হলেও তিনি চাইনিজ-ফিলিপিনো বংশোদ্ভূত একজন নাগরিক। তাকে গ্রেফতার করে আহমেদাবাদের চান্দ খেদা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তার উদ্দেশ্য শুধু পছন্দের খেলোয়াড়কে স্পর্শ করা নয়, বরং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানানো টি-শার্ট ছিল তার গায়ে। টি-শার্টের পেছনের দিকে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো)। সামনের দিকে লেখা ছিল-স্টপ বম্বিং প্যালেস্টাইন (ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো)। তার মুখে পরা মাস্কে ছিল ফিলিস্তিনের পতাকা। ওই সমর্থক ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।