নাজিরহাট প্রতিনিধি
ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো চাঁদের গাড়ি উল্টে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি ১৭ ফেব্রুয়ারি বিকেলে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে দুই পরিবারকে নগত ১ লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা প্রদান করেন। এসময় এমপি নিহত পরিবারের স্বজনদের সান্ত¦না দেন এবং নিহত শিক্ষার্থীদর আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানা ওসি রবিউল হোসেন, ভূজপুর থানা ওসি হেলাল উদ্দিন ফারুকী, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপনসহ প্রমুখ। পরে স্থানীয় পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থী মিশু আকতার ও নিশা মনির স্মরণে এবং নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি নজিবুল বশর মাইজভান্ডারী।