ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির দাঁতমারায় যুবলীগ নেতাকর্মীসহ এলাকার নিরপরাধ লোকজনকে জড়িয়ে থানায় বাদির অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে যুবলীগ ও স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রাম সর্দার মুসলিম উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, যুবলীগ নেতা জাকিরসহ তাদের সকলের পরিবার বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতির পাশাপাশি তারা সবাই নিজস্ব ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। গত ৯ সেপ্টেম্বর হোসইন্যারখীল গ্রামে জনৈক মাফিয়া খাতুন নামের এক খামারির ১০টি গরু চুরির ঘটনায় খামারি মাফিয়া এবং তার ছেলে ইউছুফ পূর্ব শত্রুতার জের ধরে জাকিরসহ যুবলীগ নেতা কর্মীদের জড়িয়ে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, গরু চুরির ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক। কোন নিরাপদ লোকের হয়রানির সৃষ্টি যেন না হয়।
এ সময় যুবলীগ সভাপতি জাকির বলেন, গরু চুরির ঘটনার সাথে আমাদের কারো কোন ধরনের সম্পর্ক নাই। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং খামারের কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। এসময় গ্রাম সর্দার মুসলিম উদ্দিন, মো. শফি, মো. হাসেম, বাসন আলী, সামশুল আলম, মো. জসিম, জামাল, সবুজ, ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত রবিবার দিবাগত রাতে উপজেলার দাঁতমারা ইউপির নিশ্চিন্তা হোসেন্যার খীল গ্রাম থেকে অনুমানিক ১৭ লাখ টাকা ম‚ল্যের ১০টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গরুর মালিক মাফিয়া খাতুন বাদি হয়ে গত মঙ্গলবার ভুজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।