বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি দক্ষিণ উপজেলার কাউন্সিল অধিবেশন আজাদী বাজারস্থ ডি.এম কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলার (দক্ষিণ) সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম। বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ নাওশাদ হোসেন তুহিন ও সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মুন্না, মুহাম্মদ আব্দুল মোতালেব পারভেজ, মুহাম্মদ হোসেন উদ্দীন, মুহাম্মদ আলমগীর হোসেন মামুন, মুহাম্মদ তারেক আলম, মুহাম্মদ আব্দুর রহমান বাবর, মুহাম্মদ আফাজ উল্লাহ, মুহাম্মদ হাসান উদ্দিন কুতুবী প্রমুখ। সভা শেষে মুহাম্মদ নজিবুল হক আজাদকে সভাপতি, মুহাম্মদ ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আশরাফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ শেফায়াতুল ইসলাম সাব্বিরকে অর্থ সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি