প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘মাটির ময়না’ প্রদর্শন

7

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পাঁচদিনের ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মাটির ময়না’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। মাটির ময়না মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক মাসুদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।
‘মাটির ময়না’ চলচ্চিত্র প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটি কালচারাল কমিটির আহŸায়ক অনুপ কুমার বিশ্বাস ও সদস্য সচিব পঙ্কজ বিশ্বাস।
‘মাটির ময়না’ চলচ্চিত্র প্রদর্শনের আগে চিত্রনায়ক ফেরদৌস বলেন, এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটি অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য। এখানে যে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলো বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে সহায়তা করবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। দ্বিতীয় দিনে ‘মাটির ময়না’ চলচ্চিত্র ছাড়াও জহির রায়হানের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি