নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেট, তোরণ এবং আলোকসজ্জা সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। নগরী ও জেলায় যেসব প্রার্থী বা তাদের পক্ষে কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণা করেছেন, তা নিজ উদ্যোগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এই ব্যাপারে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র,উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার-দেয়ালিকা, বিলবোর্ড, গেট ও প্যান্ডেলসহ যাবতীয় নির্বাচনী প্রচারণা সামগ্রী আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে অপসারণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
বিষয়টি দেখার জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবারে এই চিঠি পাঠানো হয়েছে।