প্রাক্তন শিক্ষার্থীদের উৎসব

13

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নগরীর ৬৭ বছরের ঐতিহ্যবাহী কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই উৎসবকে ঘিরে গত শনিবার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে কলেজের সবুজ ক্যাম্পাস। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত পুনর্মিলনী উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সম্মানিত অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, মহিলা কাউন্সিলর তসলিমা নুর জাহান রুবি, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং শংকর দাশ রবিন। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আইশা বেগম পান্না এবং মেহরুন নেছা আশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াছমিন বেগম, সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক প্রতিভা বিশ্বাস বক্তব্য রাখেন।