ক্রীড়া প্রতিবেদক
টানা দুই ম্যাচে জিতে এবারের লিগে দাপুটে সূচনা করেছিল আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। তবে ৩য় ম্যাচে এসই তারা বড় ধাক্কা খেয়েছে। অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ ২০২৩-২৪ আসরে গতকাল কল্লেøাল সংঘ জয়ের দেখা পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় তারা ২-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পায়। বিজয়ী দলের সুজন ও রাশেদ গোল করেন। ৩ খেলা শেষে কল্লোল সংঘের ৫ ও নওজোয়ানের ৬ পয়েন্ট। ম্যাচসেরা সুজনের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন। আজকের খেলা:পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কে এম স্পোর্টিং ক্লাব ( দুপুর ১২টা ৪৫), রাইজিং স্টার:জেলা পুলিশ একাদশ (২টা ৪৫)।