প্রতিবাদে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ

9


রাঙ্গুনিয়া :
প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি কাপ্তাই সড়কের ইছাখালী ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি তাদের দেশ এবং স্বাধীনতা বিরোধী অপতৎপরতারই একটি অংশ। রাঙ্গুনিয়ায় আওয়ামী পরিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানান নেতৃবৃন্দ। রাঙ্গুনিয়া প্রতিনিধি

লোহাগাড়া :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। গত ২২ মে, সোমবার বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এম. এস মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লোহাগাড়া প্রতিনিধি

রাউজান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত ২২ মে বিকেল ৪টায় মুন্সিরঘাটায় মিছিল পরবর্তি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, কাজী মো. ইকবাল, বশির উদ্দিন খান, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রবীন্দ্র লাল চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, আলী আজগর চৌধুরী, আহসান হাবিব চৌধুরী হাসান, ছাবের হোসেন, সেলিম উদ্দিন, আবু ছালেক, অনুপ চক্রবর্তি, মোহাম্মদ আসিফ, এম. মাসুদুল আলম, মনছুর আলম, হাসান মুরাদ রাজু, এস.এম লিটন, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহামুদ, ছরোয়ার উদ্দিন, বেলাল হোসেন সিফাত, নাছির উদ্দিন প্রমুখ। -রাউজান প্রতিনিধি

দীঘিনালা :
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ।
২২ মে (সোমবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি করেন। গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। -দীঘিনালা প্রতিনিধি

লামা:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা আবু সাঈদ চাঁদ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক। তারা বলেন, বাংলার এ মাটিতে বিএনপিকে কোন অপরাজনীতি করতে দেয়া হবেনা। বিক্ষোভ মিছিলে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল ও সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসে মার্মা ও সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. নাছির উদ্দিন ও সদস্য সচিব মো. সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শাহিন ও পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। লামা প্রতিনিধি

চন্দনাইশ আ.লীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা আ.লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
গত ২২ মে বিকেলে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-ক´বাজার মহাসড়কের পুরাতন কলেজ গেইট থেকে গাছবাড়ীয়া সরকারি কলেজ গেইটে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জেলা আ.লীগ নেতা হাবিবুর রহমান, তৌহিদুল আলম, এসএম মুছা তসলিম, আবদুর রহিমসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় বক্তাগণ একজন সরকার প্রধানকে হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। -চন্দনাইশ প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগ:
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগ। গতকাল বিকেল ৪ টায় সীতাকুন্ড পৌরসদর উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সীতাকুন্ড সদর বাজার দক্ষিণ প্রদক্ষিণ করে সীতাকুন্ড বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক বাপ্পি, বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,সাঃ সম্পাদক মিনহাজ, নাহিদুজ্জামান নিশাত, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাঃ সম্পাদক, নাজিম উদ্দীন, নাঈম উদ্দীন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কুলাঙ্গার আবু সাইদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবন্ধভাবে প্রতিরোধ করতে সীতাকুন্ডের ছাত্রসমাজকে আহবান জানান। সীতাকুন্ড প্রতিনিধি

চিকনদন্ডী ছাত্রলীগ:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এর নির্দেশনায় গতকাল ২২ মে সন্ধ্যায় চিকনদন্ডী ইউনিয়নে স্থানীয় ছাত্রলীগের উদ্যোগের বিক্ষোভ মিছিল উপজেলা ছাত্রলীগ নেতা এম এ মাসুদের সভাপতিত্বে ও এস এম আরমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সেকান্দর হোসেন বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান হোসেন বাপ্পি। বক্তব্য রাখেন- ছাত্রনেতা মাহিন, রনি, মুন্না, আরিফ, নাজিম, আদর, রিদয়, অনিক, আকাশ, আসিফ, তুষার, রকিব, রবিউল, মাহিম, শাহেদ সহ প্রমুখ। বিজ্ঞপ্তি