দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৪ নং দীঘিনালা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাচন কমিশন। গত ২৫ ডিসেম্বর (রবিবার) উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার জিনিয়া চাকমা ও জেলা নির্বাচন কমিশনার মো. সাইদুর রহমান। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উদ্দেশ্যে জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার জিনিয়া চাকমা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেন। দীঘিনালা ইউপি নির্বাচনকে উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা সেনা জোনের প্রতিনিধি, দীঘিনালা থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, উপজেলা নির্বাচন কমিশনার শাহেনসা লতিফুর খায়ের প্রমুখ।