বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাকখাতে মৃত্যুবরণকারী তিন শ্রমিকের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক সহায়তার চেকগুলো তুলে দেন। সম্প্রতি বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ইনামুল হক খান (বাবলু) এবং পরিচালক হারুন অর রশীদ। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখো লাখো পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে। তিনি পোশাকখাতে শ্রমিকদের কল্যানের উপর জোর দিয়ে বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক।
শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে। তিনি শ্রমিক ও উদ্যোক্তা মিলে একসাথে শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আহবান জানান। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের তাৎপর্য তুলে ধরে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্প বাংলাদেশের বৃহত্তম রফতানি আয়ের খাত হওয়ার পাশাপাশি, লাখো লাখো শ্রমিক ও তাদের পরিবারদের জন্য জীবন-জীবিকার প্রধানতম উৎস হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি