ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনিষা, সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ ভিক্ষু সমিতির সভাপতি, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, ভান্ডারগাঁও তিরতন বিহারের আধুনিক রূপকার, সাহিত্য বিনোদ, ত্রিপিটক বিশারদ প্রয়াত পÐিত পূর্ণানন্দ মহাথেরো’র ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে গ্রামবাসী উদ্যোগে ভান্ডারগাঁও তিরতন বিহার প্রাঙ্গণে আজ ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ভান্তের স্মৃতিচারণ সভা ও অষ্টউপকরণসহ সংঘদান। সভাপতিত্ব করবেন সৌম্যসারথি শাসনমিত্র মহাথের এবং প্রধান অতিথি থাকবেন স¤প্রীতি বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. উত্তম কুমার বড়–য়া। বিজ্ঞপ্তি