খাগড়াছড়ি প্রতিনিধি
সবাই যখন সাগরের পারে, টিএসসির চত্তর কিংবা পাঁচ তারকা দামী কোনো রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের নিয়ে থার্টিফাস্ট নাইট উদ্যাপনে ব্যস্ত, ঠিক তখনি প্রত্যন্ত পাহাড়ি পল্লীর ঘুরে, ঘুরে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করে অন্যরকম থার্টিফাস্ট নাইট পালন করেছে খাগড়াছড়িতে সীমান্ত রক্ষায় নিয়োজিত ২৩ বিজিবি। অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নেতৃত্বে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর এই বিরল দৃষ্টান্তকে শীতার্ত মানুষেরা দোয়া ও আশির্বাদে ভরে দিয়েছেন। আর কিছু না হোক এই কনকনে শীতে অসহায় কিছু সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছে এই ব্যাটালিয়ন। তাদের মুখে ফুটিয়েছে ক্ষনিকের হাসি।
শীতবস্ত্র বিতরণকালে ২৩ বিজিবি’র অধিনায়ক এবিএম জাহিদুল করিম বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন বছরের শুরুর দিনটা অসহায়, দুঃস্থ মানুষেরা যেন সুন্দরভাবে কাটাতে পারে সেটাই ছিল আমাদের লক্ষ্য।
এসময় ২৩ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলাম খানসহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।