পাক ক্রিকেটে বড় দায়িত্বে হাফিজ

2

 

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের টিম ডিরেক্টরের পদ ছেড়েছেন মিকি আর্থার। তার পরিবর্তে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ পদটিতে সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হাফিজকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। ওই সিরিজে প্রধান কোচের দায়িত্বও পালন করবেন হাফিজ। পরবর্তীতে হাফিজের সাথে আলোচনা করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ করা হবে। এদিকে বাবর আজমের পদত্যাগের পর হাফিজের পরামর্শেই শান মাসুদকে পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনার কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। হাফিজ মনে করেন, শান মাসুদ শিক্ষিত এবং দল পরিচালনার ক্ষমতা তার আছে। তার নেতৃত্বে দলের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে বলে বিশ্বাস করেন হাফিজ।