পাকিস্তানে ৬ ফুটবলারকে অপহরণ

4

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৬ ফুটবলারকে জঙ্গিরা অপহরণ করেছে। দেশটির তত্ত¡াবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি সোমবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। নিরাপত্তা বাহিনী অপহৃত ফুটবলারদের উদ্ধারে কাজ করছে। স্থানীয় এক কর্মকর্তার তথ্যমতে, ১৭ থেকে ২০ বছর বর্ষী ফুটবলাররা গত শনিবার একটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলার সুই শহরের গ্যাসফিল্ড অঞ্চলে অপহৃত হন। বুগতির অভিযোগ, অপহরণকারীরা বেলুচ রিপাবলিকান আর্মির অন্তর্গত একটি জঙ্গি গোষ্ঠী। তারা বেলুচিস্তানের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।