নিজস্ব প্রতিবেদক
রহস্যজনক কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে প্রায় ১১ বছর। বিভাগটিতে সর্বশেষ শিক্ষক নিয়োগ দেয়া হয় ২০১২ সালে। বর্তমানে বিভাগটিতে বেশ কয়েকজন শিক্ষকের পদ খালি থাকলেও নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেই। তবে শীঘ্রই শিক্ষক নিয়োগে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেয়ামত উল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভাগটিতে বর্তমানে ১৯ জন শিক্ষক রয়েছেন। তারা সবাই অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদ শূন্য এবং কিছুদিন আগে একজন সিনিয়র অধ্যাপকের মৃত্যুতে আরো একটি পদ শূন্য হয়। ফলে ৩-৪ জন শিক্ষকের ঘাটতি রয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে বেগ পেতে হচ্ছে।
বিভাগটিতে সর্বশেষ শিক্ষক নিয়োগ দেয়া হয় ২০১২ সালে। সেসময় বিভাগটির চেয়ারম্যান ছিলেন ড. এস এম রফিকুল আলম। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, পদ খালি থাকলেও তা পূরণ করার উদ্যোগ নেই। মূলত বিভাগের শিক্ষকদের দ্বন্দ্বের কারণে নিয়োগ বন্ধ রয়েছে। নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে শিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে চবি আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেয়ামত উল্লাহ পূর্বদেশকে বলেন, আমাদের বিভাগে বর্তমানে ৪-৩ জন শিক্ষকের পদ খালি রয়েছে। শিক্ষক কম থাকলেও আমরা কোনোভাবে ক্লাস চালিয়ে নিচ্ছি। শীঘ্রই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যাপারে আলোচনা করা হবে। ১১ বছর কি কারণে শিক্ষক নিয়োগ বন্ধ জানতে চাইলে তিনি বলেন, কোনো ধরনের সমস্যা নেই। এমনিতে নিয়োগ বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।