পূর্বদেশ ডেস্ক
জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে বিএনপির সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।
বিএনপির যুগ্ম মহাসচিব ও পদত্যাগকারী সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশে আমাদের দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি বিদেশে থাকায় স্বাক্ষরকৃত পদত্যাগপত্র পাঠিয়েছিলাম। কিন্তু কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ সদস্যকে স্পিকারের উপস্থিতিতে পদত্যাগপত্র স্বাক্ষরে জমা দিতে হয়। তাই সেদিন আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। গতকাল (বুধবার) রাতেই দেশে ফিরেই আজকে (বৃহস্পতিবার) আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। খবর বাংলা ট্রিবিউন।
তিনি বলেন, দেশ এখন আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না। জাতীয় সংসদ মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখানে কোনও বিরোধীদলীয় সংসদ সদস্য নেই। এটি একদলীয় সংসদ। আমাদের সংবিধান ও কার্যপ্রণালি বিধিতে এ ধরনের কোনও সুযোগ নাই। আমরা সরকারের প্রতি আহŸান জানাবো, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে, এভাবে করতে চাইলে অবশ্যই সংবিধান ও আইনের পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ না করার সুযোগ নেই। তিনি আমাদের অনুরোধ করেছেন, বলেছেন আপনারা সংসদ থেকে পদত্যাগ না করলেই পারতেন। সংসদে আপনাদের বক্তব্য বলতে পারতেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।
এর আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। গত ১১ ডিসেম্বর বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দফতরে যান তারা। গত ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণার পরদিন তারা সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন
বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন। তবে হারুনুর রশিদ ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র দিয়েছিলেন।
তখন স্পিকার বলেছিলেন, সংসদ সদস্য হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত রয়েছেন এবং সংসদ সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয়ে তার সই মিলিয়ে দেখবেন এবং কথা বলবেন। সব ঠিক থাকলে তার পদত্যাগপত্রও গৃহীত হবে। তবে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে গতকাল সশরীরে তিনি পদত্যাগপত্র জমা দেন।
১০ ডিসেম্বর সমাবেশে সংসদ সদস্যরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা জাতীয় সংসদে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
৩৫০ আসনের সংসদে বিএনপির সাত সংসদ সদস্য হলেন, উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।