পটিয়া দরবারে আজিজিয়াতে ওরশের সভা

10

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার- পূর্ব চরকানাই অলিয়ে কামেল, হযরত হাফেজ ক্বারী আজিজুর রহমান শাহের (রহঃ) ৪৩ তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ জানুয়ারি দরবারে শাহ আজিজিয়া চত্বরে রমজান আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মো. বদিউল আলম (সওঃ), নুরুল হাছান, হায়দার আলি, কেরামত আলী, নুরুল আবছার, মন্নান হোসেন, আরিফ এলাকার গণ্যমান্য সবাই উপস্থিত ছিলেন। এতে আগামী ১৮ জানুয়ারি বুধবার ওরশ সফল করার জন্য দেশ বাসী ও আশেকান ভক্ত বৃন্দের প্রতি শাহজাদা ইদ্রিছ চৌধুরী সেলিম অনুরোধ জানিয়েছেন।