পটিয়া প্রতিনিধি
পটিয়ায় পিকআপ চাপায় ফাতাহুল বারী তারেক (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ধলঘাট ইউনিয়নে পটিয়া-বোলাখালী সড়কে এ ঘটনা ঘটে। তারেক নন্দেরখিল গ্রামের বাসিন্দা আবদুল বারেকের পুত্র।
স্থানীয়রা জানান, তারেক মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে পটিয়া সদরের ব্যাংকে যাচ্ছিলেন। তিনি কৃঞ্জখালী বাজারের কাছে একটি সিএনজি চালিত ট্যাক্সিকে ওভারটেক করার সময় ইটবাহী পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বিজিসি ট্রাস্টে অধ্যায়নরত ছিলেন। স্থানীয়রা পিকআপটি আটক করে। পরে পুলিশ সেটি তাদের হেফাজতে নেয়।পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাস্তার পাশে কম্বল মোড়ানো অবস্থায় এক আদিবাসী তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার এবং নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি বলে জানা গেছে।