পটিয়ায় ধানক্ষেতে আরও ১ কৃষকের দগ্ধ লাশ

4

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ধানক্ষেত থেকে ‘আগুনে দগ্ধ’ আরও এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মনির আহমদ (৬৫)। গত শনিবার রাত ১০টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীর কীভাবে ঝলসে গেছে বা কারা তার শরীরে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মনির আহমদ পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দারখীল, ৯নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী বাড়ির বাসিন্দা মৃত আবদুর রশীদের পুত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর থেকে মনির আহমদ নিখোঁজ ছিলেন। খোঁজ করার এক পর্যায়ে রাত ১০টার দিকে ধানক্ষেতে তার দগ্ধ মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে ও পরে পটিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। এরপর পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মনিরের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র ৩শ গজ দূরে।
এদিকে মনির আহমদের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুজব ও ভীতি ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, তাকে জিনে পুড়িয়ে মেরেছে। আবার কেউ বলছেন, কোন অতৃপ্ত আত্মা তাকে পুড়িয়েছে। ঘটনার পর থেকে গুয়াদÐী-দক্ষিণ ভূষি ইউয়িনের ওই রুটে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে ১০ টায় ধানক্ষেতে আব্দুল করিম (৫৫) নামে আরও এক কৃষকের মরদেহ পাওয়া যায়। তিনি কুসুমপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিনানিহরা গ্রামের বাসিন্দা মৃত আহাম্মদের পুত্র বলে জানা গেছে।