পটিয়ায় দুরারোগ্য রোগে আক্রান্তদের চেক বিতরণ

5

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে।
গতকাল পটিয়া উপজেলার দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে সরকারের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টার দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। মো. নাছির বলেন, বলেন, শেখ হাসিনা দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা গৃহহীন-ভূমিহীন মানুষদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ, উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, জেলা যুবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, এরশাদুর রহমান, আব্দুল মালেক, ইদ্রিস চৌধুরী, কুতুব উদ্দিন, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম সহ প্রমুখ। বিজ্ঞপ্তি