পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব

15

“এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে বিজয় দিবসে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব । ১৬ ডিসেম্বর, শুক্রবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদিন ব্যাপী এই উৎসবে ছিল বিজয় র‌্যালি, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধের গল্প, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও কথামালা, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য, পাপেট থিয়েটার ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় রক্তদান ও রক্তের গ্রæপ পরীক্ষা।
মুক্তিযুদ্ধের বিজয় উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনুা আমাদের রক্ষা করতে হবে। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সেই সাথে জানতে হবে স্বাধীনুার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী। আরো বব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবি। সকাল ১০টায় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষার্বোড সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে।
একাডেমির সদস্য শুকান্ত দাশ ও শিবু মল্লিকের সঞ্চালনায় আলোচনা ও কথামালায় আরো অংশ নেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সমিতির সভাপতি মিলন কান্তি দে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন একেএম সালাহ্ উদ্দিন এমজেএফ, কেডিএ মোটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. ছৈয়দ সাইফুল ইসলাম, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস, কাউন্সিলর রুপক সেন, পটিয়া বাংকারস্ এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ আমির হোসাইন, ব্যাংকার মোরশেদুল আলম চৌধুরী, উৎসবের কো-চেয়ারম্যান অধ্যাপক শান্তপদ বড়ুয়া, কুসুম কলি আসরের সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রমুখ। উৎসবে মহান স্বাধীনুা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপকে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে মহামারি করোনা কালীন সময়ে চিকিৎসা সেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য হ্নদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম নাসির উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সকাল ৮টায় মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালীর মাধ্যমে শুরু হয় বিজয় উৎসবের অনুষ্ঠান। তারপর শুরু হয় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, রক্ত দান ও রক্ত গ্রুপ পরীক্ষা কর্মসুচি। সেই সাথে চলতে থাকে বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা ও গেইম শো। বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প, নাটক, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য ও পাপেট থিয়েটার। বিজ্ঞপ্তি