ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল দিনের ১ম খেলায়, নানুপুর আর.জি ফুটবল একাডেমী ১-০ গোলে প্রভাতী ফুটবল একাডেমীকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি মাত্র গোল করেন খেলার ২৫ মিনিটের সময় মোহাম্মদ সাকিব। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের ২য় খেলায় ফতেয়াবাদ ফুটবল একাডেমী ৩-০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৬,৬১,৫৯ মিনিটের সময়, মোঃ ওসমান, আরফাজ উদ্দিন, মোঃ আবু বক্কর সিদ্দিক প্রত্যেকে একটি করে গোল করেন।
আজ দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১.১৫ টায় মুখোমুখি পাঠানটুলী ফুটবল একাডেমী ও হাটহাজারী স্পোর্টস ক্লাব, বেলা ২.৩০ টায় মোখাবেলা করবে আবুরখীল খেলোয়াড় সমিতি ও ফরিদ ফুটবল একাডেমী।