নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
পার্বত্য বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তের রেজু আমতলী থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি জওয়ানরা। আটক ব্যক্তির নাম সুধীর। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের চেলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে ১ নেপালি নাগরিককে আটক করেছিল ১১ বিজিবি।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যার পর তাকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাহারারক্ষী ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির জওয়ানরা আটক করে। গতকাল শুক্রবার দুপুরের দিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে। ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনী প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে বান্দরবানের সংশ্লিষ্ট আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। তিনি বলেন, আদালত রিমান্ড মঞ্জুর হলে তার উদ্দেশ্য সম্পর্কে জানা সম্ভব হবে।