নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা সভা

30

দুবাইয়ে নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে ১৫নং নোয়াজিষপুরের ইউপি চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং দুবাইয়ে আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় চেয়ারম্যান বলেন, আপনাদের ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। প্রবাসীদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এসময় তিনি আগামী দিনেও প্রবাসীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গত রবিবার দুবাইয়ে একটি ওয়ার্কশপ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন পরিষদের সদস্য শাহ নওয়াজ। সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ ফরিদ। সিনিয়র সদস্য এম শাহেদ সওয়ারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সিনিয়র সদস্য মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম। বক্তব্য দেন পরিষদের সদস্য রেজাউল আজম, রেজাউল করিম, পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হােসেন পলাশ, আজগর হোসেন, ওমর গণি, মোহাম্মদ এমদাদ, আবু হানিফ, শাহ আমান, আরাফাত হারুন, হাসান, জনি, সোহেল, নাছির, আজাদ, আব্বাস, মোজাহের, বাবর, নিজাম, সরোয়ার, বাচ্চু, কাদের প্রমুখ।
সংবর্ধিত ইউপি চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রবাসীরা। পরে দেশ জাতি ও প্রবাসীদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো নদিমপুর গ্রামের প্রবাসে এবং প্রবাসফেরত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই প্রত্যয়ে বিশ্বের ৬টি দেশে কাজ করছে নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদ। এ সংগঠন প্রবাসে আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের মাধ্যমে আন্তরিক মেলবন্ধন তৈরি করেছে। বিজ্ঞপ্তি